হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেড়েছে শিশু রোগীর সংখ্যা। গড়ে প্রতিদিন ৫০ থেকে ১০০ শিশুর চিকিৎসা করাতে জড়ো হচ্ছেন হাসপাতালে। জ্বর-সর্দি, কারো ডায়রিয়া আবার কারো বা নিউমোনিয়া-শ্বাসকষ্ট। শিশুদের অসুস্থতা বেড়ে যাওয়ার মূল কারণ হলো আবহাওয়া পরিবর্তন, বলছেন চিকিৎসকরা।
চিকিৎসা নিতে আসা শিশুদের জ্বর-সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগ দেখা দিচ্ছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমানে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫-৩০ জন শিশু।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চম্পক কিশোর শাহা সুমন বলেন, সার্বক্ষণিক সেবা প্রদান করছে চিকিৎসকরা। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available