লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার। ১৩ জানুয়ারি শনিবার সকালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
জানা যায়, সদর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশা দায়িত্বের অবদান রাখা, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালো কাজ করায় তাকে ডিসেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠত্ব ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল, রামগঞ্জ থানার এসআই মুহাম্মদ কাওসারুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ এসআই, লক্ষ্মীপুর মডেল থানার এএসআই মো. ইলিয়াছকে জেলার শ্রেষ্ঠ এএসআই, লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহিউদ্দিন জুয়েলকে জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, মেডিক্যাল অফিসার মো. বাকী বিল্লাহ প্রমুখ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available