ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কম সময়ে বেশী লাভ হওয়ায় এবং সরকারি সহায়তায় সরিষা চাষের প্রতি ঝুকছে এঅঞ্চলের কৃষকরা। সামন্য পরিচর্যা আর কম খরচে বেশী লাভ হওয়ায় সরিষার আবাদ করছনে তারা। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলনরে আশা করছনে কৃষকরা। এর জন্য উপজলো কৃষি অফসিরে পক্ষ থেকে কৃষকদরে সরকারি প্রণোদনাসহ দেয়া হচ্ছে নানা পরার্মশ।
যতদূর চোখ যায় ফুলে ফুলে ছেয়ে গেছে ময়মনসিংহের ভালুকার ফসলী মাঠ। দূর থেকে দেখে মনে হয় এ যেনো হলুদ চাদর বিছানো পৌষের শীতে ও বসন্তের ছোঁয়া। কৃষকরা বলছেন, এখানকার কয়েকটি স্থানে আমন ধান তোলার পর পতিত থাকতো ফসলের জমিগুলো। এবার এই পতিত জমিতে হচ্ছে সরিষার চাষ। এতে একই জমিতে স্বল্প সময়ে সরিষার চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা।
ভালুকা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদ্দাম কাজী বলছেন, আমন ধান কাটার পর পতিত জমিতে সরিষা আবাদ করলে কৃষকরা তেল ও খর পাবে। স্বল্প মেয়াদী ফসল সরিষা বপণ করতে হবে। অতিরিক্ত সময়ে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা।
কৃষক একই জমিতে একাদিক ফসল উৎপাদনে শস্য নীপিরনতা বৃদ্ধি পাচ্ছে। তার জন্য প্রকল্পের আওতায় প্রদর্শনীসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আবহাওয়া ভাল থাকলে বান্পার ফলনের আশা করছেন তারা।
উপজেলা কৃষিবিদ জেসমিন জাহান এ বছর ভালুকা উপজেলায় সাতশো ষাট হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গতবারের প্রায় তিনগুন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available