পাবনা প্রতিনিধি: চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয় সফর।
১৫ জানুয়ারি সোমবার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে এ সফর বাতিল করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদীর বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তাকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেলে ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্টপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনার শেষে এখানে বিশ্রাম নিবেন এবং রাত্রিযাপন করবেন।
সফর কালে স্থানীয় কয়েকটি কমসূচিতে যোগদান করবেন রাষ্ট্রপতি। আগামী ১৯ জানুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ১৫ মে প্রথমবার চারদিনের এবং গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available