রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকের (৫০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
নিহত রিপন মল্লিক ওই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে।
রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সারে ১০ টায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। পরে পুলিশ শিরিন বেগমকে আটক করেছে।
তবে ওই নারীর সাথে রিপন মল্লিকের ‘পরকীয়া প্রেমের সম্পর্ক’ ছিলো বলে জানিয়েছে স্থানীয় অনেকে।
পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ‘কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পূর্বে ঢাকায় যায়। শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলো।’
প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘রাত সারে ১০ টায় শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার দিচ্ছিলো। এসময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরেছিলো। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের ডাক্তার জানান রিপন মারা গেছে। তারপর আমরা রিপনের মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেই।’
পরে স্থানীয়রা ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেয়। রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, ‘আমাকে স্থানীয়রা ফোনে জানায় আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি শিরিনের ঘরে এসে দেখি মেঝেতে রক্ত লেগে আছে। আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। তখন শিরিন তার ঘরেই বসা ছিলো।’
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। এঘটনার সাথে পরকিয়ার কোন কারণ থাকতে পারে। ৯৯৯ এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available