টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুই স্থানে একই ট্রেনে কাটা পরে নারীসহ দুইজন নিহত হয়েছেন।
১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনের উপজেলার পুংলী ও মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহতদের মধ্যে চায়না আক্তার (২৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে। চায়না আক্তার ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত চায়নার মরদেহ পুংলি এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ–পরিদর্শক আলী আকবর জানান, মগড়া এলাকায় এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available