মিজানুর রহমান : কুতুবদিয়ায় সাড়াশি অভিযানে ইউপি সদস্য মোশাররফ হোসেনসহ তার দুই সহযোগিকে আটক করেছে র্যাব-৭। তাদের কাছ থেকে ৩টি দেশীয় একনলা বন্দুক, ৪ টি দেশীয় এলজি, ১ টি দেশীয় পিস্তল ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কুতুবদিয়া উপজেলার সদর বড়ঘোপের মুক্ত মঞ্চের পশ্চিমে ঝাউবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের পুত্র ইউপি সদস্য মোশাররফ হোসেন, তার সহযোগী জাবের আহমেদের পুত্র মো. রবিউল হাসান এবং ৫নং ওয়ার্ডের নুরুল আবছারের পুত্র মো. আজিজ।
পরে, তাদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। তারা অবৈধ অস্ত্রের জোরে কুতুবদিয়ায় প্রভাব বিস্তার করার পাশাপাশি লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়সহ ডাকাতি করে আসছিল।
এদিকে, র্যাবের ডেপুটি এসিটেন্ট ডিরেক্টর (ডি.এ.ডি) আহম্মেদ উল্লাহ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে মোশাররফ হোসেন ও তার দুই সহযোগীদেরকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
উল্লেখ্য, ইউপি সদস্য মোশারফ হোসেনের নামে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় এবং চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানায় সরকারি সম্পত্তি আত্মসাৎ, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি , হত্যাচেষ্টা এবং মাদক মামলাসহ ৬ টি মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available