যবিপ্রবি প্রতিনিধি: যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে সর্বাধিক বিক্রিত পণ্যের যথাযথ 'মানোন্নয়ন ও ব্রান্ডিং' এর লক্ষ্যে অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার পরিচালনায় ১৬ জানুয়ারি মঙ্গলবার যশোরের মনিহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার গণি খান।
অনুষ্ঠানে বক্তারা জানান, যশোরে অনেক মেশিন তৈরি হচ্ছে, যেগুলো জনগণ কিনছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু মেশিন নষ্ট হচ্ছে দ্রুত, কিছু মেশিনের ব্লেড দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এমন নানা সমস্যার কারণে ক্রেতা এবং বিক্রেতা কেউই কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে এমন সর্বাধিক বিক্রিত ৬টি পণ্য ফোডার কাটার মেশিন, ফিড মেকিং মেশিন, ব্রেক ড্রাম, পালভেরাইজ মেশিন, টিউব ওয়েল ও পাম্প কেসিং। প্রাথমিকভাবে এই ৬টি পণ্যের গুনগুত মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কারিগরি সহায়তা প্রদান করবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইপিই বিভাগ। পুরো প্রজেক্টে সহযোগিতা করবে যশোর শিল্প মালিক সমিতি, তত্ত্বাবধন করবে প্রবৃদ্ধি এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবে সুইসকন্টাক্ট। পাশাপাশি এ প্রজেক্টের মাধ্যমে ছয়টি প্রোডাক্টের ব্র্যান্ডিং নিয়েও কাজ করা হবে।
প্রকল্প সংশ্লিষ্টদের আশা এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করে তা বহির্বিশ্বের রপ্তানি করা সম্ভব হবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির উন্নয়ন সাধিত হবে এবং দেশ আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে।
অনুষ্ঠানের কিনোট স্পিকার ও যবিপ্রবির আইপিই বিভাগের সহকারী অধ্যাপক রাকেশ রায় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের 'মানোন্নয়ন ও ব্রান্ডিং' সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।
যবিপ্রবির আইপি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের লেকচারার শোয়েব মোহাম্মদ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌর সভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী ও প্রবৃদ্ধির সিনিয়র ম্যানেজার সৈয়দ আবু সুফিয়ান। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন সিএমএমওয়াইটির মেশিন ডেভলপমেন্ট অফিসার মো. হাফিজুর রহমান ও লাইট ইঞ্জিনিয়ারিং এর অনলাইন প্রোমোটং এজেন্সির কর্ণধার মো: ইমানুর রহমান ইমন প্রমুখ। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available