চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, মাদক কারবারি ও সেবনকারীরা সমাজের বিষফোড়া। তাই মাদক ও কিশোর গ্যাং বলতে কোনো শব্দ আমি আর শুনতে চাই না। এগুলো নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক ও কিশোর গ্যাং মুক্ত স্মার্ট চৌদ্দগ্রাম বিনির্মাণে সকলেই স্ব স্ব অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাবেন।
১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মুজিবুল হক বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মাদকাসক্তরা আমার গাড়িতে ডিল মেরেছে। এর আগে ইউএনও অফিসে তারা সিনক্রিয়েট করেছে। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে সরিয়ে দিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ আমি এখনো দেখলাম না। যদি না নিয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কোন দফতরে কি কাজ করতে হবে তার তালিকা তৈরি করে আগামী একমাসের মধ্যে ইউএনও’র মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আপনারা নিজ শিক্ষা ও যোগ্যতা বলে সরকারি চাকরিতে যোগদান করে দেশের বিভিন্ন এলাকা থেকে চৌদ্দগ্রামে এসেছেন, আপনারা আমাদের মেহমান। নিজের কর্মদক্ষতা দিয়ে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসএম লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available