জহিরুল ইসলাম খান লিটন, স্টাফ রিপোর্টার (সাভার) : ঢাকার সাভারে পারিবারিক কলহের জের ধরে সুলতানা নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে দ্বীন ইসলাম ওরফে বাবু নামের ওই অভিযুক্ততে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আনন্দপুরে নিহতের খালুর বাসায় এ ঘটনা ঘটে।
সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। আটক বাবু পটুয়াখালি জেলার আমতলী থানারটেপুরা গ্রামের শাজাহন খলিফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনদিন আগে স্বামীর সঙ্গে রাগ করে সুলতানা বেগম তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে আসেন। স্ত্রীকে ফিরিয়ে নিতে বৃহস্পতিবার বিকেলে খালু শ্বশুরের বাড়িতে এসে হাজির হন বাবু। এ সময় সুলতানা যেতে রাজি না হলে কোমর থেকে ছুরি বের করে তার পেটে ছুরিকাঘাত করে বাবু। সুলতানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available