• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

১৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০০:২৯

গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এঘটনায় দু'জন আহত হয়েছেন।

১৭ জানুয়ারি বুধবার উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেনেরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. হাফেজ চৌকিদার (৪০), পিতা মৃত আ: রব চৌকিদার এবং মো. মাহাবুব আলম, পিতা মৃত আ: রব চৌকিদার। আহত হাফেজ চৌকিদারের স্ত্রী মোসা: রুবিনা বেগম গলাচিপা থানায় লিখিত অভিযোগে দেন।

আহত হাফেজ চৌকিদারের স্ত্রী মোসা: রুবিনা বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে নাসির চৌকিদার, আবু তাহের ও সালাম চৌকিদারের সাথে বিরোধ চলিয়া আসিতেছে। এ বিরোধের জের ধরিয়া আমার ও আমার পরিবারের ক্ষতিসাধন করার সুযোগ খুজিয়া আসিতেছে। আমার একটি গৃহপালিত পশু (ছাগল) তার ক্ষেতে গেলে বাধিয়া রেখে আহত করার চেষ্টা করে। তখন আমার স্বামি মো. হাফেজ চৌকিদার তাদের জিজ্ঞেস করিলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন আমার স্বামীকে একা পাইয়া দাও, লাঠি-সোটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়া অতর্কিত হামলা করে। তার চিৎকার শুনিয়া আমি ঘটনাস্থলে গেলে নাসির চৌকিদার ও তার সাথে থাকা দলবল নিয়ে আমাকেও এলোপাথারী মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমার কাপড় চোপড় টানা হেচড়া করিয়া ছিড়ে ফেলে। আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়া যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজনসহ অন্যান্য লোকজন আগাইয়া আসিলে সকল বিবাদীরা আমাদেরকে রেখে পালিয়ে যায়। তারা আমাদেরকে খুন করিয়া ফালাইবার হুমকি প্রদান করে।

আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫