• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উল্লাপাড়ায় অসময়ে নদী ভাঙ্গণে আতঙ্কে নদীর পাড়ের মানুষ

১৭ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০২:৫৪

উল্লাপাড়ায় অসময়ে নদী ভাঙ্গণে আতঙ্কে নদীর পাড়ের মানুষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি পূর্ব সাতবাড়িয়া খেয়াঘাটের কাছাকাছিতে  ফুলজোড় নদীতে  ভাঙ্গণ শুরু হয়েছে। নদী পাড়ের প্রায় তিন’শ ফুট জায়গার ভাঙ্গণে জমি বিলীন হওয়ার পথে। অসময়ে হঠাৎ ভাঙ্গণে নদী পাড়ের বসতি পরিবারগুলোর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাঙ্গণ জায়গায় নদীর পানি স্রোতে দেখা দেওয়ায় সেখানে নদী পাড়ের জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদী পাড়ের জমিগুলোতে বড়-ছোটো ধরণের বহু ফাটল ধরেছে।

নদী পাড়ের স্থানীয়  বসতি রঞ্জু মিয়া ও আরও কয়েকজন জানান,  এরই মধ্যে ভাঙ্গণে বেশ কিছু পরিমাণ জমি নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন সবজী ফসলের আবাদ করা হয়ে ছিলো এখানে। নদী ভাঙ্গণ এলাকার কাছাকাছি গোটা চারেক পরিবারের বসতভিটে বাড়ি আছে। অনেক পরিবারগুলোর মাঝে নদী ভাঙ্গণে বেশ আতঙ্ক দেখা দিয়েছে। এখনই নদী ভাঙ্গণ বন্ধ কিংবা ঠেকানো না গেলে তাদের বসতভিটে বাড়ি নদী ভাঙ্গণের কবলে পরতে পারে।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বেতবাড়ি পূর্ব সাতবাড়িয়া এলাকায় ফুলজোড় নদী ভাঙ্গণ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি সরেজমিনে দেখবেন এবং উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) কে বিষয়টি জানাবেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) সানজিদা সুলতানা বলেন, তিনি সরেজমিনে গিয়ে নদী ভাঙ্গণের বিষয়টি দেখবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০