• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খালিশপুরে জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের মাঠ দখলের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

১৭ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১১:০২

খালিশপুরে জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের মাঠ দখলের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো: খুলনা খালিশপুরে শ্রমিকদের অর্থায়নে ক্রয়করা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের মাঠ হকারদের দখলের চেষ্টার প্রতিবাদে পাঁচ রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিক নেতাদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি বুবার বিকেল ৫টায় ইনস্টিটিউট মিলনায়তনে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

খুলনার শিল্পাঞ্চল এলাকার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও ষ্টার জুট মিলের সিবিএ নেতৃবৃন্দদের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন এ ইনস্টিটিউটের সভাপতি মো. মুরাদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন, খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, প্লাটিনাম এমপ্লায়ীজ ইউনিয়নের সভাপতি সাহানা শারমীন, ক্রিসেন্ট জুট মিল শ্রমিক-কর্মচরি ইউনিয়নের সভাপতি মো. দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন আজাদী, খালিশপুর জুট মিল শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহীম, ষ্টার জুট মিল শ্রমিক-কর্মচারি ইনিয়নের সভাপতি বেল্লাল মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দৌলতপুর জুট মিলের সিবিএ সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, শ্রমিক নেতা সোহরাব হোসেন, মো. আবু জাফর, কাওসার আলী মৃধা, খলিলুর রহমান, মোহাম্মদ আলী আহম্মেদ, আব্দুল মজিদ বকুল, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বাচ্চু মিয়া, কামাল হোসেন সেন্টু, মো. জাসু শেখ।

সভায় নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকদের অর্থে ক্রয়করা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের মাঠ। এ মাঠ দখল করে বিআইডিসি রোডের হকার্স ও ব্যবসায়ীগণ স্থায়ীভাবে ব্যবসা করার চেষ্টা করছে। কোনও অবস্থাতেই শ্রমিকদের এই মাঠ দখল করতে দেয়া হবে না। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে বিষয়টি অবহিত করার জন্য সভায় গ্রহণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫