ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি ঐতিহ্যবাহী বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৩ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে নানা অনুষ্ঠানের আয়োজন করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
বেলা ১২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি)।
শতবর্ষ অনুষ্ঠান ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। অনেকে দীর্ঘদিন পরে তাদের সহপাঠিদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় উৎসবে মেতে ওঠেন সবাই।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন থলপহরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই দেশ স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই তিনি এই দেশে সর্ব প্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজ জাতি ভোগ করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনি উদযাপন কমিটির আহবায়ক মুজিবুল হক আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available