বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পৌর নাগরিকদের মাঝে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করছে খাগড়াছড়ি পৌরসভা।
৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর হলরুম প্রাঙ্গনে পৌর নাগরিকদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
এসময় পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার এডিবি, ওএফআইডি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ইউজিআইআইপি-III ১-এর আওতায় বর্জ্য পৃথকীকরণের লক্ষে গৃহস্থালী বর্জ্যের জন্য ২০ লিটার ডাস্টবিনগুলো বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে খাগড়াছড়ি সব এলাকাতে এইসব ডাস্টবিন বিতরণ করা হবে।
ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব পারভিন খন্দকার, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৭নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, পৌর ওয়ার্ড কাউন্সিলর মনু মারমা, পৌর ওয়ার্ড কাউন্সিলর উক্রোয়ো মারমা প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available