বরিশাল প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই জেঁকে বসেছে তীব্র শীত। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালবাসীর জনজীবন। এর মাঝেই ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বরিশালে বৃহস্পতিবার সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে বরিশালের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এ বৃষ্টিপাত স্থায়ী থাকবে না বলে জানান তিনি।
এদিকে বৃষ্টির সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় শীত জেঁকে বসেছে নগর জুড়ে। এতে চরম বিপাকে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। তবে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। শীতের কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা কমে গেছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি।
বৃষ্টির মধ্যেও জীবিকার তাগিদে বের হওয়া ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা আমজাদ হোসেন বলেন, ‘ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে জীবিকার তাগিদে বের হতে হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়াই মুশকিল। কিন্তু সবজি বিক্রি বন্ধ থাকলে আবার নিজের ঘরের চুলা জ্বলবে না। তাই শীত আর বৃষ্টি উপেক্ষা করেই গাড়ি নিয়ে বের হয়েছি।’
এছাড়া সকালে অফিসগামী অধিকাংশ মানুষই বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়েন। যারা বের হয়েছেন তাদের ভিজে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available