• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৪৭:০৫

সিলেটে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেট প্রতিনিধি: সিলেটে নানা আয়োজনে স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এশিয়ান টিভির সিলেট ব্যুরো প্রধান সুবাস দাসের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ১১ বছরের পথচলায় এশিয়ান টেলিভিশন দেশ ও জাতির গন্ডি পেরিয়েও বহির্বিশ্বে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলেছে। ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেইসব ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে যে প্রতিযোগিতা চলে সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে এশিয়ান টেলিভিশন নিজের অবস্থান সুসংহত করেছে।

এসময় মেয়র আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে এশিয়ান টেলিভিশন সংবাদ প্রকাশ ও সংবাদ বিশ্লেষণের কাজ করে আসছে। দেশ ও জাতির প্রতি দায়বোধ থেকেই কাজ করে যাচ্ছে এশিয়ান টেলিভিশন। আমি এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

কেক কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বদ্বীপ কুমার সিংহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, অ্যাডিশনাল পুলিশ সুপার (ট্র্যাফিক) রফিকুল ইসলাম রফিক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার গোলাম মোস্তফা।

এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সাংবাদিক খালেদ আহমদ, বাংলা ভিশনের সিলেট বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শংকর দাস, এস এ টিভির সিলেট বিভাগীয় প্রধান আবু তাহের চৌধুরী, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক আহমদ, আটাব সিলেট জোনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সংবাদ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান ও এশিয়ান টিভি অনলাইনের সিলেট প্রতিনিধি মাহমুদ খান, দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি আশরাফ চৌধুরী রাজু, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, সিলেটভিউ’র নিউজ ইনচার্জ রেজাউল হক ডালিম, সাংবাদিক জহির রায়হান, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন আফজালুর রহমান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফুল হাসান মারুফ, গোয়াইনঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি দিপক দাস নান্টু, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা সোহান দে, মাই টিভি গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমদ, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক আজকের পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা, চ্যানেল এস-এর ক্যামেরাপার্সন সালমান শাহ, ব্যবসায়ী আলমগীর, রকিব আলী, খোকন ইসলাম, নজরুল ইসলাম, জানে আলম, সেলিম আহমদ, নুর আলম, দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. ইসা তালুকদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫