নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির ছাত্রী প্রিয়াংকা হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ওব্যাট স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. তাবাসসুম আক্তার, সহপাঠী মোছা. নাদিয়া, মোছা. তানিয়া, বাবা মো. পাপ্পু, মা রুপা বেগম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা রুহুল আলম মাস্টার, বিশিষ্টজন ওবায়দুর রহমান প্রমুখ।
বক্তাদের অভিযোগে জানা যায়, এনজিও পরিচালিত ওব্যাট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল প্রিয়াংকা। প্রায় ছয় মাস আগে শহরের মিস্ত্রিপাড়া সেতু কারখানা সংলগ্ন এলাকার বাদশা মিয়ার ছেলে মো. বিজয়ের বিয়ে হয়। দাম্পত্যের কলহের জেরে গত বছরের ২৭ ডিসেম্বর প্রিয়াংকা আত্মহত্যা করে। এ আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে ২৮ ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে স্বামী মো. বিজয়, দেবর মো. বাবু ও শাশুড়ি রূপালী বেগমকে অভিযুক্ত করা হয়। মামলা দায়েরের দিনই পুলিশ প্রিয়াংকার স্বামী মো. বিজয়কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ওব্যাট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ এই মানববন্ধন করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, মামলাটি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available