• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীগঞ্জে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে ৫ বছর ধরে বসবাস করছেন প্রধান শিক্ষক মরিয়ম বেগম

২০ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৫৭:৩৬

নবীগঞ্জে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে ৫ বছর ধরে বসবাস করছেন প্রধান শিক্ষক মরিয়ম বেগম

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম তার সন্তান ও মাকে নিয়ে স্কুলের শ্রেণিকক্ষ দখল করে ৫ বছর যাবৎ বসবাস করছেন। এতে স্কুলটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকা মরিয়ম বেগমের বাড়ি ময়মনসিংহে। তিনি নাদামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি প্রধান শিক্ষিকার দায়িত্ব পান এবং শ্রেণি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

স্কুলের ছুটি শেষে সব শিক্ষক বাড়ি ফিরলেও তিনি ফেরেন না। সেখানে রান্না-বান্না, গোসল করেন। স্কুলের মাঠে, সিঁড়িতে, বারান্দায়, ছাদে লাকড়ি কাপড়সহ অনেক বাসনপাত্র শুকাতে দেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, বর্তমানে ৭৫৪ শিক্ষার্থী আছে স্কুলটিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম স্কুলেই থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে নাদানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম বলেন, 'স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমি প্রায় ৫ বছর যাবৎ এই স্কুলে বসবাস করি। আমার এখানে থাকার বৈধতা আছে। আর ২টি ক্লাস রুম মূলত প্রধান শিক্ষকের জন্য বানানো হয়েছে। একটি মহল এসব বিষয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে স্কুলের বদনাম করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।'

এ বিষয়ে জানা জন্য স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খালেদ আহমেদ পাঠানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিব করেননি।

ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান আহমেদ বলেন, এ ব্যাপারে আমাকে এলাকার কয়েকজন জানিয়েছেন। পরে আমি ম্যানেজিং কমিটির কয়েকজনের সাথে এ বিষয়ে কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম বলেন, এ বিষয়ে আপনারা অভিযোগ দায়ের করেন। সরেজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আপনারা অভিযোগ দায়ের করেন। উপজেলা শিক্ষা অফিসারকে বলবো, সরেজমিনে বিষয়টি দেখার জন্য। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫