মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতে আবারও নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী দৌড়ঝাঁপ।
দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার সম্ভাবণায় আওয়ামী লীগের দলীয় সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্র ও জেলার সঙ্গে জোড়ালো লবিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আগে ভাগে ভোটারদের ভাগে আনতে কৌশল অবলম্বন করছেন তারা। এছাড়া আওয়ামী লীগ ও আঞ্চলিক সংগঠনের সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করছেন ঘন ঘন।
আওয়ামী লীগ ও আঞ্চলিক সংগঠনের এসব সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা শুরু হলেও এখন পর্যন্ত দেখা মিলছে না অন্য কোনো দলের নেতার।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তফশিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ইঙ্গিত দেয়। এরপর উপজেলা আওয়ামী লীগ ও আঞ্চলিক সংগঠনের সম্ভাব্য প্রার্থী কৌশলে মাঠে নেমে পড়েছেন। তারা শুরু করেছেন নির্বাচনী তৎপরতা।
এরমধ্যে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, গোমতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available