হাবিবুর রহমান (নারায়ানগঞ্জ প্রতিনিধি) : ফেব্রুয়ারির প্রথম দিন পর্দা উঠেছে অমর একুশে বইমেলার। প্রতিটি দিন গড়াচ্ছে আর ভিড় বাড়ছে বইপ্রেমী পাঠক, লেখক, দর্শণার্থীর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই এখানে জড়ো হন তারা। কেউ বই কিনছেন, কেউবা ঘুরে দেখছেন স্টল।
অন্যদের মতো শিশু-কিশোর, তরুণ-তরুণীরাও ভিড় জমিয়েছে বই মেলায়। তাদের সবচেয়ে বেশি আগ্রহ কবিতার বইয়ে। শ্রাবণ প্রকাশনীর স্টলে (৬৭-৬৮-৬৯) গিয়ে দেখা যায় লেখক নাজমুল হাসানের ‘নির্জন শোভাযাত্রা’ কিনছেন অনেক কবিতা প্রেমী। প্রাণের বইমেলার প্রথম সপ্তাহ না গড়াতেই বইপ্রেমী ক্রেতা, দর্শণার্থীদের পদচারণায় সন্তোষ প্রকাশ করেন মেলার সংশ্লিষ্টরা।
নির্জন শোভাযাত্রার লেখক নাজমুল হাসান নারায়াণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল হিসেবে কর্মরত একজন সফল দায়িত্ববান পুলিশ অফিসার। শুধু তাই নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কবিতা- সাহিত্যসহ বিভিন্ন বিষয়াদি তুলে ধরে লেখালেখি ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রেখেছেন।
এবার দেখা মিলছে অমর ২১শের বইমেলায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নির্জন শোভাযাত্রা’। শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন কিংবদন্তী চিত্রশিল্পী ধ্রুব এষ। বইমেলার পাশাপাশি বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে। বইটিতে যাপিত জীবনের বিচ্ছিন্ন কিংবা নিরবচ্ছিন্ন অনুভূতিগুলো বই প্রেমি পাঠকের মনকে ছুঁয়ে যাবে।
লেখক নাজমুল হাসান তাঁর প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে বলেন, যাপিত জীবনের বিচ্ছিন্ন কিংবা নিরবচ্ছিন্ন অনুভূতিগুলো প্রকাশের প্রচেষ্টা এই বই। জীবনের অনিমেষ মুহূর্তগুলো, ভাব ও ভাবনার অনির্ণীত জগৎ, প্রেম ও দ্রোহের কোমল সংঘাত উন্মোচিত করার চেষ্টা ছিলো।
প্রত্যাশা এই যে, এই বইয়ের দুই-একটি লেখাও যদি কারো ভাবনা ও বোধের জগৎকে এতোটুকু স্পর্শ করে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available