পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে চুরি হওয়া ৫৬টি স্মার্ট মোবাইল ফোনসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ জানুয়ারি শুক্রবার রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- কুমিল্লা জেলার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।
২০ জানুয়ারি শনিবার দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ। এসময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর ভোর সকালে উপজেলার ওয়াপদা নতুন বাজার এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬টি মোবাইল ফোন চুরি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পলাশ থানায় একটি মামলা দিলে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)-এর নির্দেশে পুলিশ অভিযানে নামে। পরে তথ্য-প্রযুক্তির সহযোগীতায় শুক্রবার রাতে পলাশ থানার পরিদর্শক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলতাবসহ পুলিশের ওই চৌকস টিমটি কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পরে গ্রেফতারদের কাছ থেকে ও তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া ১৩৬টি স্মার্ট মোবাইল ফোনের মধ্যে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের গ্রেফতার করাসহ চুরি হওয়া বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এছাড়া গ্রেফতারদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available