• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২০ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১৯:৫২

গাংনীতে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনীতে প্রতিবছরের মতো এবারও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি শনিবার দুপুর ৩টায় গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সালেহ মো. নাজমুল হক সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক মাসম উল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল-নুরানী, গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম লালু, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম ও শাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান।

এর আগে প্রধান অতিথি মেহেরপুর-২ গাংনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সালেহ মো. নাজমুল হক সাগর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হলে জোড়পুকুরিয়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০