মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর চাঞ্চল্যকর মোহাম্মদ হোছাইন হত্যা কাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২০ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া বাজারে বদরখালী-টু-গোরকঘাটা জনতাবাজার প্রধান সড়কে ঘণ্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী।
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের রামপুর চিংড়ি জোনে রামপুর চিংড়ি ঘের সমিতির সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোছাইন (৫৫) খুন হন। এই ঘটনায় নিহতের ছেলে ফয়সাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এতে হত্যাকাণ্ডের ৫ দিন পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এজাহার নামীয় ১৪ আসামিকে গ্রেফতার করে র্যাব-৩। নিহত মোহাম্মদ হোছাইন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের মৃত আবুল খাইয়েরের ছেলে।
মানববন্ধনে নিহত মোহাম্মদ হোছাইনের বড় ছেলে মামলার বাদী ফয়সাল আফ্রিদি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) ও চকরিয়া থানা প্রশাসনকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বাকি আসামিদের অবিলম্বে গ্রেফতার ও গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি জানান। খুনিদের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা কামনা করেন।
মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলি বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি চকরিয়া উপজেলার রামপুর চিংড়ি জোনে রাতের বেলায় চিংড়ি ঘের সমিতির সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেন মোহাম্মদ হোছাইন (৫৫) কে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available