চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি, সাবেক মুখ্য সচিব, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে তার নিজ এলাকায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০ জানুয়ারি শনিবার বিকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নবাসীর আয়োজিত বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ড. কামাল আবদুল নাসের চৌধুরী মাদকমুক্ত ও উন্নত চৌদ্দগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রায় সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে। বিগত দিনের তুলনায় কর্মসংস্থান বেড়েছে অনেকগুন। ভবিষ্যতেও কর্মসংস্থান বৃদ্ধি করে বেকারত্ব আরও কমিয়ে আনা হবে।
জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ জানে আলম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা বিভাগ) সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল আলম খাঁন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available