• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমি নির্দিষ্ট কোনো দলের নই, সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি: পলক

২১ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:২৭:৫৭

আমি নির্দিষ্ট কোনো দলের নই, সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি: পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে যখন আমি শপথ গ্রহণ করেছি, তারপর থেকে আমি নির্দিষ্ট কোনো দলের নই, কোনো গোষ্ঠীর, বলয় বা প্রতীকের নই, আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।

২০ জানুয়ারি শনিবার বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সমাজের আয়োজনে অ্যাড. জুনাইদ আহমেদ পলক টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত ও তৃতীয় বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ‘নাগরিক সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার নদী-নালা, পুকুর ও খাল-বিল কোনো অপশক্তি জবর দখল করে রাখতে পারবে না। যার জাল আছে সে তার জলাতে ন্যায্য অধিকার পাবে। খালে কোনো বাধ থাকবে না, নদীতে কোনো সুতি জাল থাকবে না। চলনবিলে আমরা ১৫০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছি। যদি এ খালে কেউ বাঁধ সৃষ্টি করে আমরা তাকে নির্মূল করব। আমার সিংড়া চলনবিলে কেউ যদি অবৈধভাবে বাধা প্রয়োগ করে তাকে আমরা নিমূর্ল করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, কারও জমিতে কেউ অবৈধভাবে জবর দখল করতে পারবে না। দলিল যার, জমি তার। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিংড়া থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। আমরা চলনবিল সিংড়ার শিক্ষিতদের মেধা ও যোগ্যতার মাপ কাঠিতে চাকরি নিশ্চিত করব। আমার সিংড়ার অসহায় গরিব মানুষ যেন জমি বিক্রি করে, ধার করে টাকা দিয়ে ছেলের চাকরি নিতে কোনো পরিবারকে সর্বত্র হারাতে না হয়, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তি বিভিন্ন দফতরে চাকরির ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আমি যেদিন থেকে শপথ গ্রহণ করেছি, সেদিন থেকে নির্দিষ্ট কোনো দলের নই, কোনো সংগঠনের নয়, কোনো ব্যক্তির নই। আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি। আমার এ সিংড়ার প্রতিটি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে সৎ, নিষ্ঠাবান এবং জনদরদী সাংগঠনিক ব্যক্তিদের ঢেলে সাজাতে চাই। সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে স্মার্ট সিংড়া বিনির্মাণ করতে চাই।

সংবর্ধনা অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫