রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২১ জানুয়ারি রোববার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বজরপুর ত্রিমোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এসআই সাখাওয়াত ও লিমা অফিসার এএসআই মতিউর রহমান ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত একটি ফোন ও একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার রেজি নং-রাজশাহী-হ ১৪-০৫৬৪।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি পবা উপজেলার তালগাছি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে কৃষক সামসুল (৫৮) হক।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সাড়ে ১১টার দিকে উপজেলার বজরপুর ত্রিমোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে নওগাঁ থেকে আসা গরুবাহী অবৈধ বড় স্টিয়ারিং এর ভুটভুটি মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহত প্রেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মৌগাছির দিকে যাচ্ছিল।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মণ্ডল বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের কাজ সম্পূর্ণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available