বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মহিষ বোঝাই শ্যালোইঞ্জিন চালিত নসিমনের (ভুটভুটি) সংঘর্ষে রাকাই মন্ডল (৫০) নামে এক রাখাল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ৫ জন।
২১ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রাকাই মন্ডল পাবনা জেলার চাটমহর উপজেলার খতবাড়ী এলাকার মৃত মন্তাজ আলীর ছেলে। আহতরা হলেন, পাবনা জেলার চাটমহর উপজেলার কুয়াবাড়ী এলাকার মৃত রহমতের ছেলে নজরুল ইসলাম (৫০), আপাল সরদারের ছেলে ভুটভুটি চালক শরিফ সরদার (২০), আদু মন্ডলের ছেলে আজিত মন্ডলসহ (৩৫) অজ্ঞাত আরও ২ জন।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, সন্ধ্যায় উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর থেকে পাবনার চাটমহরগামী মহিষ বোঝাই একটি ভুটভুটির সাথে নাটোরগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় রাকাই মন্ডল। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় আরও ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে আজিত মন্ডলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available