নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের সাদাপুর এলাকায় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে কুপিয়ে আহতের ঘটনায় শামীম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক শামীম ওই গ্রামের আকবরের ছেলে৷
১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে নবাবগঞ্জ বাজার থেকে শামীমকে আটক করে পুলিশ। শামীম এই মামলার ৪ নম্বর আসামি৷এমারত বেপারীকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় ফারুক বাদী হয়ে মামলা দায়ের করলে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার ভিত্তিতে মামলার ৪ নম্বর আসামি শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলায় অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে৷
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি রাত ৮টার দিকে নির্বাচনী ক্যাম্পিং শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ফারুক। সাদাপুর কবরস্থানের পাশে রাইসমিলের কাছাকাছি পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে পিছন থেকে ফারুকের উপর হামলা চালানো হয়৷ এসময় তাকে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয় ফারুকের চিৎকারের স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়৷পরে গুরুতর আহত অবস্থায় ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কর্মী হিসেবে তিনি কাজ করছেন৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available