ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে পাবনার ঈশ্বরদীতে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছেন উপজেলাবাসী। তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়ায় ঈশ্বরদীতে মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ২১ জানুয়ারি রোববার রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস এক বিজ্ঞপ্তিতে সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। বেলা গড়ালেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উপজেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
এ শীতে দিন-রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি ছিল। এ জন্য ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে উপজেলাবাসী। এই শীতে জীবিকার অন্বেষণে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে শ্রমজীবী ও নিম্ন-আয়ের লোকজন।
সরেজমিনে দেখা গেছে, ঈশ্বরদী বাজারে রেলওয়ে সুপার মার্কেট গরম পোশাকের দোকানে ভিড় করছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানেও শীতের পোশাক বিক্রি বেড়েছে।
এদিকে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের বিপরীতে সরকারিভাবে এখন পর্যন্ত চার হাজার শীতের কম্বল বিতরণ করা হয়েছ,। যা চাহিদার তুলনায় অপ্রতুল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available