হাবিবুর রহমান, মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরের তারুণ্য দ্বীপ্ত আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘ মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করেছে।
৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে স্থানীয় আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ. কে. এম জাকির হোসেন।
প্রধান আলোচনাক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ড. মো. আবু হাদী নূর আলী খান।
আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘের সভাপতি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. কবির হোসেন, আউশনারা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল, সিরাজগঞ্জ খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া বিএডিসির উপ পরিচালক মো. আশরাফুল আলম, মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, শালিখা জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু জাফর আলী প্রমুখ।
২০১২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ধারাবাহিকভাবে পিছিয়ে পড়া লালমাটি এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রতি বছর বৃত্তি প্রদান করে যাচ্ছে। মাদক নির্মুলের জন্য যুব সমাজকে খেলাধুলায় অনুপ্রাণিত করে যাচ্ছে। প্রতি বছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে পুরস্কার প্রদান করে থাকে।
২০২৩ সালে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩ শ ১৪ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available