সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নিজের বাসস্থানের পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি করেছিলেন মো. উজ্জ্বল আহমেদ ও মো. হৃদয়সহ আরও কয়েক ডাকাত। তবে সেদিন ডাকাতি করে পালাতে পারলেও তিনদিন পর ধরা পড়েন এলাকাবাসীর হাতে। পরে বিক্ষুদ্ধ জনতা তাদের বেদরক মারধর করে পুলিশের হাতে তুলে দেন। এমন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
২১ জানুয়ারি রোববার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের আটগ্রাম এলাকা এমন ঘটনা ঘটে।
গণপিটুনি খেয়ে আটক হওয়া ডাকাত সদস্যরা হলেন, নেত্রকোনা জেলার মজিবুর রহমানের ছেলে মো. উজ্জ্বল আহাম্মেদ (২৬), তিনি ১নং ওয়ার্ডস্থ হিরাঝিল এলাকায় বসবাস করেন। অপরজন সিদ্ধিরগঞ্জের খোলাপাড়া রেললাইনের বাসিন্দা জসিমের ছেলে মো. হৃদয় (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেলো ১৯ জানুয়ারি ভোর রাতে আটিগ্রাম এলাকার ইমামের বসতবাড়িতে ডাকাতির করেন ডাকাতরা। পরে রবিবার রাতে হঠাৎ ওই চক্রের দুজন সদস্যকে ঘটনাস্থলের আশপাশে আবারও হাঁটাচলা করতে দেখতে পায় এলাকাবাসী। পরে তাদের আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। একপর্যায়ে থানা পুলিশ খবর পেয়ে সেখানে গেলে পুলিশের নিকট হস্তান্তর করা হয় দুই ডাকাতকে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানিয়েছেন, আটকরা ডাকাতির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হচ্ছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available