• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৫:১৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৫:১৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় অটো চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

২২ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫৪:৩৩

নওগাঁয় অটো চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আজিজুর রহমান (৫০) নামের এক অটো চার্জার চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ জানুয়ারি শনিবার দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ১১ জানুয়ারি পত্নীতলা উপজেলার সাপাহারগামী পাকা রাস্তার ইটভাটার পাশের জমিতে নিহতের মরদেহ পড়েছিল। এই ঘটনায় ১২ জানুয়ারি নিহতের মেয়ের জামাই আ. রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। একই সময় ছিনতাই হওয়া অটো চার্জারটিও উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাজরাবাড়ি ফকিরপাড়া গ্রামের আজহার আলীর ছেলে হাদিউল ইসলাম সজিবুর ওরফে জীবন (৩৫) ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে আশরাফুল ইসলাম আশরাফ (৩৭।

মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ও মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারদের সমন্বয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২০ জানুয়ারি শনিবার সকালে রংপুর জেলার পীরগঞ্জ থানার সাতগাড়া গ্রাম থেকে হাদিউল ইসলামকে প্রথমে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে বগুড়া জেলার সদর থানার পীরগাছা বাজার থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই করা অটো চার্জারটি আশরাফুলের নিজ মেকানিকের দোকান থেকে উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, হাদিউল ও আশরাফুল এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা অটো চার্জার  ছিনতাইয়ের অপরাধে জড়িত। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নওগাঁ জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নিহত আজিজুরের মরদেহ উদ্ধারের পর তারা প্রাথমিভাবে নিশ্চিত হোন যে, ভিকটিমকে হত্যা করে তার অটো চার্জারটি চুরি করা হয়েছে । এরপর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম হত্যাকারীদের শনাক্ত করে। পরে তাদের গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩