বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. জাকারিয়া জাকা।
২১ জানুয়ারি রোববার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি জাকারিয়া জাকা বলেন, মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়ে বিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মুলে রয়েছে মাদক। পাড়া-মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাং গ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে, তার পেছনেও রয়েছে এই মাদক। মাদকদ্রব্যের প্রতি আসক্তি কতটা ভয়াবহ রূপ নিতে পারে, বর্তমানে তার প্রভাব অতটা বোঝা না গেলেও সুদূরপ্রসারী মারাত্মক প্রভাব রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, মেয়র মোশারফ হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available