রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠির রাজাপুরে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
২২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯ টায় মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র কনভেনশন সেন্টারের সামনে থেকে এশিয়ান টেলিভিশনের রাজাপুর প্রতিনিধি এম খায়রুল ইসলাম উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রদান প্রদান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র কনভেনশন সেন্টারে এসে আলোচনা সভা ,কেক কাটা,এশিয়ান টেলিভিশনের মগ বিতরণ ও সাংস্কিতিক অনুষ্ঠানে মিলিত হয়।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় এশিয়ান টেলিভিশনের রাজাপুর প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বিশেষ অথিতি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান, ঝালকাঠি টেলিভিশর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজী, সভাপতি এনামুল হোসেন খানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভির ঝালকাঠি প্রতিনধি আবু সায়েম আকনের সঞ্চালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা শেষে অতিথিদের হাতে এশিয়ান টেলিভিশনের লোগো সম্মলিত মগ তুলে দেন এম খায়রুল ইসলাম পলাশ। পরে বিটিভির তালিকাভুক্ত শিল্পী বাউল সালমাসহ একাধিক শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এশিয়ান টেলিভিশন দর্শকের কথা চিন্তা করে ১১ বছর ধরে বৈচিত্রময় অনুষ্ঠান ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। বাংলাদেশের সার্বিক উন্নয়নের অংশীদার এশিয়ান টেলিভিশন। বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available