• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২৮শ কেজি জাটকা জব্দ

৫ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:০০:০৯

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২৮শ কেজি জাটকা জব্দ

বরিশাল ব্যুরো : বরিশালে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশান বরিশাল। এসময় চালকসহ একটি ট্রাক ও একটি স্পীড বোট জব্দ করা হলেও মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

৪ জানুয়ারি শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কর্নেল কে এম শাফিউল কিঞ্জল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ডের একটি টিম বরিশাল জেলার সদর থানাধীন আমতলী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি মালবাহী ট্রাক তল্লাশী করে ২২০০ কেজি (৫৫ মণ) জাটকা জব্দ করা হয়। অপরদিকে শনিবার ৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় বরিশাল সদর থানাধীন রসুলপুর সংলগ্ন কীর্তনখোলা  নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি স্পীড বোট তল্লাশি করে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দুটি ভিন্ন অভিযানে মোট ২ হাজর ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত জাটকার প্রকৃত মালিক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও উপজেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে জব্দকৃত ট্রাক ও স্পীড বোট চালকদের মুছলেকা নিয়ে ট্রাক এবং স্পীড বোট ছেড়ে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০