• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় হত্যা মামলায় ২ শিশুকে ১০ বছরের কারাদণ্ড

২২ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৬:২৫

কুমিল্লায় হত্যা মামলায় ২ শিশুকে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় শিশু রাশেদ হোসেনকে (১৫) গলা কেটে হত্যার দায়ে সহকর্মী দুই শিশু মো. জাহিদুল ইসলাম রাসেল ও মো. হাফিজুর রহমান আরিফকে শিশু আইনে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

২২ জানুয়ারি সোমবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলার বিশেষ সহকারী কৌশলী (স্পেশাল পিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. জাহিদুল ইসলাম রাসেল এবং একই জেলার সদর দক্ষিণ উপজেলার বাণীপুর পশ্চিম পাড়ার মো. খলিলুর রহমান খলিলের ছেলে মো. হাফিজুর রহমান আরিফ।

মামলার বিবরণে সূত্রে জানা যায়, নিহত রাশেদ  কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার লি: ফ্যাক্টরির টুস্টিং বিভাগের শ্রমিক ছিলো। সে সদর উপজেলার গোবিন্দপুর মৃত আ. রশিদের ছেলে। ২০১৯ সালের ২৮ এপ্রিল দুপুরে রাশেদ কর্মস্থলের উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে রাতে আর বাসায় ফিরেনি। পরদিন সকালে সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারার ফুলতলীর একটি পুকুর থেকে রাশেদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বোন মোসা. নীপা আক্তার বাদী হয়ে নিহত রাশেদের দুই সহকর্মী মো. আরিফ হোসেন ও  মো. রাসেল মিয়াকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫