রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে ফসলি জমি ও পাহাড় থেকে মাটি কাটায় মো. বদরুস কোম্পানি নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২ জানুয়ারি সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।
তিনি বলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ফসলি জমি ও পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটায় বদরুসকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর জব্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available