শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে চোরাই মালামালসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জানুয়ারি সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, ২১ জানুয়ারি রোববার বিকেলে শাহরাস্তি পৌরসভার কাজিরকামতা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, ওই গ্রামের মৃত আ. সালামের ছেলে মো. রিপন (৩৫) ও আবদুল হকের ছেলে আতিকুর সবুজ (২৭)।
জানা যায়, গত শনিবার ভোরে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পৌরসভার উত্তর ঠাকুর বাজারে মো. আব্দুল কাইয়ূমের দোকানের শাটার ও থাই গ্লাসের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এ সময় চোররা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, স্মার্ট টিভি, কম্পিউটারসহ ২ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় দোকানের মালিক অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন।
পরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ রিপন ও সবুজকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর থেকে চুরি যাওয়া কম্পিউটার, ১টি ডেল মনিটর, ১টি মাউস, ১টি কি-বোর্ড ও ২টি সাউন্ড বক্স জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামি এবং চোরাই যাওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available