কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাণ উল্লেখ না করা, অনুমতি ছাড়া পণ্য বোতলজাত করাসহ কয়েকটি অভিযোগে এই জরিমানা করা হয়।
২২ জানুয়ারি সোমবার এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
বিএসটিআই সূত্রে জানা গেছে, শুরুর দিক থেকেই নিজেদের মোড়কে ফিরনি, বোরহানি, বাদামের শরবত বিক্রি এবং টিস্যু ব্যবহার করে আসছিল। গত বছরের অক্টোবরের আগে মৌখিকভাবে এবং একই মাসের প্রথম সপ্তাহে কাচ্চি ডাইনকে লিখিতভাবে সতর্ক করা হয়। তারপরেও তারা নিয়ম মানছিল না। যে কারণে সোমবার প্রতিষ্ঠানটির পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বোরহানি, ফিরনি ও বাদাম শরবত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রি করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ৪১ ধারায় পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু প্রস্তুত ও মোড়কজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ২৭ ধারা অনুযায়ী আরও পঁচিশ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান এম হানিফ বলেন, আমরা দুইবার সতর্ক করার পরেও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো। বিভিন্ন নিয়ম না মানায় ও কিছু পণ্যে বিএসটিআইয়ের অনুমতি না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, বিএসটিআই দুইবার সতর্ক করার পরেও তারা বিভিন্ন অনিয়ম করেই আসছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহিদুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available