রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে পৃথক অভিযান চালিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানে রামুর খুনিয়াপালং ইউনিয়নের অবৈধ লাইসেন্স বিহীন ইটভাটা ও লাকড়ী ব্যবহারের দায়ে মোশতাক আহমদের মালিকাধানী এসএসবি-১, এসএসবি-২ এবং বিকে আজমের মালিকানাধীন বিকেবিকে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা
করেন।
তাছাড়া একই ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করার দ্বায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদার। পরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় এবং রাজারকুল ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইট ভাটার উদ্দেশ্যে ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করেন ভারপ্রাপ্ত ইউএনও রামু।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদার জানান, কিছু ব্যবসায়ী মহল অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। যার কারণে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। তাছাড়া বেশ কিছু ইটভাটায় লাকড়ী ব্যবহার করা হচ্ছে এবং কাগজপত্র ঠিক নেই। আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে, এবং উপজেলা প্রশাসন রামু তাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে অটল থাকবে। ইতোপূর্বেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available