বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের উপর দুর্বৃত্তদের হামলা ও অ্যাম্বুলেন্স ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
২৪ জানুয়ারি বুধবার বেলা ১১টায় হাসপাতালের সামনে এ মানববন্ধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজ রহমান, ডা. সুমন কবীর, ডা. মনোজ মালাকার, ডা. মোহতেসাম আরা, নার্স কমলা রানী, কমলা বসু, স্বাস্থ্য পরিদর্শক আ. সালাম সরদারসহ বিভিন্ন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক ও সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করে। তাই বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও তারা কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available