তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে বেবী আক্তারের বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরি ও স্বাক্ষর জাল করে স্ত্রীর দাবি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওমান প্রবাসী মো. ইসমাইল হোসেন।
৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় তালতলী রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী ইসমাইল হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমি ওমান প্রবাসী ১৩ বছর যাবত দেশের বাহিরে থাকি। বর্তমানে ছুটিতে দেশের বাড়িতে আসছি। বেবী আক্তার নামে এক মহিলা আমাকে তার স্বামী দাবি করে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাবিননামা তৈরি করে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং কোনো যোগাযোগ ছিল না। আমার বিরুদ্ধে ওই মহিলা বেবী আক্তার নারী শিশু নির্যাতন ট্রাইবুনালে আদালত মিথ্যা মামলা দেয়। বেবী আক্তার বিভিন্ন জায়গায় একাধিক বিয়ে ব্লাকমেইল ও প্রতারণা করে আসছে। তার সাথে কোনো বিবাহ হয় নি। বিয়ের কাবিনে কোনো আমার স্বাক্ষর নেই। ভুয়া কাবিনে স্বাক্ষর জাল করে স্বামী দাবি করছে, কিন্তু তার সাথে কোনো বিবাহ হয় নি। বেবী আক্তারের কাজ হলো বিভিন্ন পুরুষদের ব্লাকমেইল করা। আমাকেই বিভিন্নভাবে ভুয়া কাবিন তৈরি করে মিথ্যা মামলা এবং প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেওয়া অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন বলেন, কাবিনে জাল স্বাক্ষর করে আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ভুয়া কাবিনে জাল স্বাক্ষর আমার না। ছলনাময়ী ওই নারী আমাকে ফাঁসানোর জন্য স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা তৈরি করে। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ কামনা করছি।
এ সময়ে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.জিয়াউল হক জোবায়ের, সাধারণ সম্পাদক মো.জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান নাদিম, কার্যনির্বাহী সদস্য মল্লিক মোহাম্মদ জামাল, কোষাধ্যক্ষ মো.সাইদুর রহমান, সদস্য মো. মোস্তফা কামাল, তালতলী সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, হায়দার হাওলাদার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available