টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র উদ্যোগে ৪৫০টি পরিবারের মাঝে খাদ্য, শিক্ষা ও শীতকালীন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
২৪ জানুয়ারি বুধবার বিকেলে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন উইজডম ভ্যালীর পরিচালক মো. কামাল হোসেন গুড নেইবারস ঘাটাইল সিডিপির মেডিক্যাল অফিসার ডা. মো. আরিফুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা ৪৫০ জন পরিবারের মাঝে গুড়া দুধ ১ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, চিনি ১ কেজি, বডি লোশন ১ পিস, পেট্রোলিয়াম জেলি ১ পিস, সাবান ১ পিস, ১টি টিফিন বক্স এবং ১টি ওয়াটার পট বিতরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available