টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে ২ কেজি চালের জন্য দুলাভাইয়ের হাতে শালা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডেল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খুন হওয়া যুবক ওই এলাকার সোলতান আহাম্মদের ছেলে শাহ আলম (৩৫)। একই এলাকার মোহাম্মদ হোছনের ছেলে জাফরের ছুরির আঘাতে তিনি নিহত হন।
শাহ আলম ৩ সন্তানের জনক। বাবাকে হারিয়ে এখন দিশেহারা ২ ছেলে ও ১ কন্যা শিশু। পিতা হত্যাকারির সর্ব উচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, অসহায় শাহ আলম দিনমজুরি কাজ করে সংসার চালাত। গত কয়েক দিন আগে কাজে যেতে না পারায় টাকা সংকটের কারণে পরিবারের সদস্যদের জন্য চাউল আনতে ব্যর্থ হয়। এমন সময়ে পাশের আপন দুলাভাইয়ের বাড়ি থেকে ২ কেজি চাউল ধার করে পরিবার পরিজনের চাহিদা পুরণ করেন। কিছু দিন পার হয়ে গেলেও ওই ধার করা ২ কেজি চাউল তার দুলাভাই জাফরকে পরিশোধ করতে না পারায় শালা ও দুলাভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে জাফর তাৎক্ষণিক তার শালা শাহ আলমকে ছুরির আঘাত করে পালিয়ে যায়। পরে শাহ আলমের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী জানান, পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available