বরিশাল প্রতিনিধি: চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দারা। প্রতি রাতেই উপজেলার কোথাও না কোথাও ঘরে, দোকানে গরুসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। লাগামহীন চুরির ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। থানায় অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার। চোরের উৎপাতে অতিষ্ঠ খোদ প্রশাসনও।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ডরমিটরি ভবন থেকে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলীর মোটরসাইকেল উধাও, উপজেলা অডিটোরিয়াম থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে ১৭টি ফ্যান, উপজেলা পরিষদ চত্বরের মধ্যেই নেই চারটি টিউবওয়েলের মাথা, এমনকি গ্রিল খুলে নেওয়া হয়েছে ইউএনওর বাসভবন থেকে। সর্বশেষ ২২ জানুয়ারি সোমবার রাতে উপজেলা কোর্ট বিল্ডিং থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে লোহার গ্রিল। প্রশাসনের নাকের ডগায় খোদ উপজেলা পরিষদ চত্বরে গত চার মাসে ১৮টি চুরির ঘটনা ঘটলেও একটি ঘটনায়ও চোর শনাক্ত কিংবা মালপত্র উদ্ধার হয়নি।
অপ্রতিরোধ্য এসব চুরির ঘটনায় ২৩ জানুয়ারি মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও। প্রায় এক ঘণ্টার ওই সভার পুরোটা সময় ছিল চুরি সংক্রান্ত আলোচনা। এ সময় বিভিন্ন বক্তা লাগাতার এসব চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে বক্তব্য দেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার জানান, ‘তার চাঁদপাশা এলাকার চিহ্নিত চোর-বাটপার আর মাদকসেবীদের সঙ্গেই পুলিশের দহরম-মহরম সম্পর্ক। টহল কিংবা চুরির তদন্তে এসে চোরের সঙ্গেই চা খায় পুলিশ। ফলে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available