• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সংগঠন

হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে সাইফুল-সাদমান

২৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:২৬:১৮

হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে সাইফুল-সাদমান

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ (এসডিসিএইচ) এর ২০২৩-২৪ সালের কমিটি গঠিত হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি এবং সাদমান খানকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ’র উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি আশরাফুল হক, মারজুকা মেহজাবিন, রুকাইয়া পারভিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ জামি, নাজমুল হোসেন আবিদ, রাকিবুল হাসান নিরব,অর্থ সম্পাদক রিদওয়ান ইসলাম রাজনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতি সাইফুল ইসলাম বলেন, হাবিপ্রবির শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদল স্বপ্নবাজ তরুণকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ যাত্রা শুরু করে ২০১৭ সালে। লিডারশিপ, নেটওয়ার্কিং, ক্রিটিক্যাল থিংকিং, কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, কমিউনিটি ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে আমরা কাজ করছি। যাত্রার শুরু থেকে ক্লাবটি বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ইভেন্ট আয়োজন করে আসছে। ক্লাবটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেয়ায় ক্লাবের ট্রাস্টি বোর্ড, অ্যালামনাই এবং এডভাইজরদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে চাই।

উল্লেখ্য পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং, লিডারশিপ, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাবলিক স্পিকিং কনটেস্ট, সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, বহুমাত্রিক সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতাসহ নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫