• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশীপ শুরু

২৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৪২:৩৯

পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশীপ শুরু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাসহ দুই চ্যাম্পিয়নশীপের খেলোয়ারেরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের অংশগ্রহণে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের জুনিয়র বিভাগে ৪টি গ্রুপে ৩২টি দল ও সিনিয়র বিভাগে ১৪টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিবে। প্রতিটি দলে দুইজন করে খেলোয়ার থাকবে। এক দল অপর দলের সাথে তিনবার করে মুখোমুখি হবে। পরে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভলিবল চ্যাম্পিয়নশীপে ১২টি দলে ১৩২ জন খেলোয়ার অংশ নিবেন। প্রতিটি দলে ১১ জন করে খেলোয়ার থাকবে। এক দল অপর দলের সাথে তিনবার করে খেলার সুযোগ পাবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০