• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

২৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৫৭:৩২

সৈয়দপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ডিরেক্টর) মো. তালেবুর রহমান।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা দুইটায় শহরের পার্বতীপুর সড়কস্থ সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোর গেষ্টরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) উপ-পরিচালক (ডিডি) আবু হেনা মো. আশিকুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, কথাসাহিত্যিক মো. হাফিজুর রহমান হাফিজ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) সহকারী পরিচালক (এডি) মো. সাবদারুল ইসলামের সঞ্চালনায় সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য বাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য ম, আ, শামীম, সাংবাদিক সাকির হোসেন বাদল, অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, হোসনে আরা লিপি ও শরীফা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক এ. এম. তাহের ও দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) উপসহকারী (ডিএডি) সাগর সাহা প্রমুখ।

সভায় প্রধান অতিথি মো. তালেবুর রহমান বলেন, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে যারা রয়েছে তারা সকলেই সমাজের স্বনামখ্যাত ব্যক্তিবর্গ ও গুনীজন। তিনি বিগত সময়ে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।

তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে দুদকের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে দুপ্রক (দুর্নীতি প্রতিরোধ কমিটি)। কারণ দুদকের একার পক্ষে দুর্নীতি দমন কিংবা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরগুলো সহযোগী সংগঠন হিসেবে জনসচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি আগামীতে দুর্নীতি প্রতিরোধে দুপ্রক সদস্যদের আরও বেশি বেশি কর্মসূচি পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫