রাজবাড়ী প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ২দিন ব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পালিত হয়েছে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার মাঠ চত্বরে ১০টি স্কুলের কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রহণে, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ মেলাটিতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় তিনি মেলায় আগত মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে তৈরি করা বিভিন্ন আবিস্কার মুলক স্টলগুলো পরিদর্শন করেন।
শিক্ষার্থীরা বলছেন, সরকারের এ ধরণের মেলার মাধ্যমে শিক্ষারমান বহুগুন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিজ্ঞান যে কঠিন বিষয় নয়, সেই ধারনার পরিবর্তন হতে শুরু করেছে।
শিক্ষকরা বলছেন, এ ধরণের মেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশের দিকজয়ী হাতিয়ার হিসেবে কাজ করছে।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিজ্ঞানমুখী শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকারের একটি মাইল ফলক উদ্যোগ। যার কারণে শিক্ষার্থীরা বুঝতে ও অনুভব করতে পারছে বিজ্ঞান কোনো কঠিন বিষয় নয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাসসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available